9/29/2011

মণ্ডহরফের সহজ চেহারা এবং দুটি প্রতিষ্ঠান

কয়েকটি ব্লগের পুরনো লেখা পড়তে পড়তে চোখ থেমে গেল একটি লেখায়। কোনও একটি পোস্টের উপর কারও মতামতে লেখা আছে যে টেক্সটবুক বোর্ড ক+ত যুক্তাক্ষরকে উপরে ছোট ক এবং নিচে ছোট ত দিয়ে লিখছে, সাবেকি চেহারায় ত+ত-এ বা মাত্রাযুক্ত ও-এ ক’য়ের কান ঝুলে আছে তেমন করে নয়। এবং তাতেই বোধ করি লেখকের গোসসা। মতামতে প্রশ্ন রাখা আছে টেক্সটবুক বোর্ড যে ‌‍‘বানান পালটাচ্ছে’ সে ব্যাপারে কি বোর্ড বাংলা ‘একাডেমী’র সাথে কথা বলেছে? হরফের চেহারা পালটালেই যে বানান পালটায় না সেটা কে কাকে বোঝাবে? আর যে একাডেমি তার নিজের নামের বানান নিজের নিয়মে লিখতে পারে না তার সাথে কথা কওয়ারই বা কি আছে? বাংলা ভাষা ও সাহিত্যের অন্ধি-সন্ধি খুঁজে বের করার জন্য প্রতিষ্ঠা করা বলেই বাংলা একাডেমিকে ভাষার গতি-প্রকৃতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে কেউ বলেনি। অনেকেই যুক্তি দেখায় একাডেমির নামের বানান পালটাতে গেলে অনেক হ্যাপা, আইন তৈরির প্রয়োজন, নতুন করে কাগজপত্র ছাপনোর প্রয়োজন, আরও অনেক কিছু। ইংল্যান্ডের সংসদের বয়স প্রায় আট শ’ বছর এবং সংসদের প্রতিষ্ঠানের সময় ইংরেজিতে তার বানান ছিল parlement যেটা এখনকার ইংরেজিতে parliament; এই পরিবর্তনটা ঘটেছে প্রায় ছয় শ’ বছর আগে। ঐতিহ্য আর আইনের দোহাই দিয়ে ব্যাপারটা কিন্তু আদি বানানে আটকে থাকেনি। আর আইনের কথা? ১৯৮৩ সালে তৎকালীন বাংলাদেশ সরকার এক নির্বাহী আদেশে এক দিনেই রাজধানীর বানান Dacca থেকে Dhaka বানিয়ে দিয়েছিল। অনেকের এখনও বেশ মিছে গর্ব অন্তত বানানটা উচ্চারণ মাফিক হয়েছে। অথচ এই পরিবর্তনটা ইংরেজিভাষীদের মধ্যে কেবল ড্যাকা থেকে ডাকা পর্যন্ত। শেক্সপিয়ারের লেখা যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হলে তারও বানান পালটানো হয়, কিন্তু শব্দ এবং শব্দের মানে ঠিকই থাকে।

আর কেবল ক+ত-এর যুক্তি কেন, টেক্সটবুক বোর্ড, বাংলাদেশে তো বটেই, পশ্চিম বঙ্গেও, অনেক যুক্তাক্ষরই ভেঙ্গে লেখে। ঈ-মার্কা ঙ+গ’র চেহারার চেয়ে একটু ছোট বা পূর্ণ ঙ এবং গায়ে লাগিয়ে গ ঢের বেশি সোজা। অন্তত ছোট ছেলে-মেয়েরা তাই মনে করে। আর সেভাবেই লেখা উচিত। অন্তত সরলতা এবং যুক্তির খাতিরে। যদি প্রভাবের দিক থেকে দেখা হয় তাহলে টেক্সটবুক বোর্ড একাডেমির চেয়ে ঢের বেশি শক্তিশালী। বাংলা একাডেমির প্রকাশনা বছরে হাতে গোনা, আর এ বইগুলো পড়ে অনেক কম লোক। কিন্তু টেক্সটবুক বোর্ড ফি-বছর লাখ লাখ ছেলে-মেয়েকে নতুন সহজ যুক্ত হরফে লেখা শেখাচ্ছে। যারা একাডেমি চালায় বা একাডেমি যাদের চালায় তারা যতই হৈ-চৈ করুক না কেন একটা সময় আসবে যখন যারা এখন মণ্ডহরফ ঙ+গ বোধ্য করে লেখে, ক+ত ভেঙ্গে সহজ করে লেখে তারাই একাডেমি চালাবে বা একাডেমি তাদের চালাবে।