1/28/2009

লিনক্ষ: রেডহ্যাট ৭ থেকে ফেডোরা কোর ৪, পরে স্ল্যাকওয়্যার

শুরুটা খুব বেশি দিনের নয়। প্রায় দশ বছর। প্রথমে রেড‌হ্যাট ৭, পরে রেডহ্যাট ৯, দুয়েকদিনের জন্য রেডহ্যাট ১১, চলতি বুকনিতে যা ফেডোরা কোড ২; এবং শেষে রেডহ্যাট ১৩ বা ফেডোরা কোর ৪; কোর ৩ বাজারে পাওয়া যাচ্ছিল না বলে। তা’বলে ২০০৮-এর শেষে কোর ৪ কেন? কারণ, পিসিটা কেনা ২০০০ সালে, সেলেরন ৭০০ মেগাহার্টস, ৩০ গিগাবাইট হার্ডডিস্ক পরে পাল্টে ৪০ গিগাবাইট। প্রথমে মাসে একদিন, পরে দু’মাসে একদিন; এভাবে কমে কমে একসময় আবার বাড়তে বাড়তে সপ্তাহে একদিনে গিয়ে পৌঁছয়। বেশ কয়েক মাস ধরে প্রতিদিনই লিনাক্সের ব্যবহার, বাসায় এবং ব্যক্তিগত কাজে। পুরোপুরি লিনাক্সে কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার দেখা মিলেছে। বোধকরি সেগুলোর সমাধানের কাহিনি অন্যদের কাজে আসতে পারে।

প্রয়োজন ছিল Gnumeric এবং Abiword-এর ব্যবহারের। কিন্তু ফেডোরা ৪ থেকে প্রোগ্রামদুটো বাদ দেওয়া হয়েছে। তবুও ইনস্টল করা যায়, কিন্তু কিছুতেই ইনস্টল করা যাচ্ছিল না। Yum-ও ঠিক মত কাজ করছিল না। মোটোরোলা এল৭ দিয়ে ইন্টারনেটে যেতে পারলেও আরেকটা CDMA মডেমকে নেওয়াতে ঝামেলা হচ্ছিল। অন্যদিকে কম্পিউটারটা অনেক পুরনো হওয়ায়, ফেডোরার পরের ভার্শনগুলো ইনস্টল করতে চাইছিলাম না। বেশ কিছুদিন আগে থেকে স্ল্যাকওয়্যার সম্পর্কে বেশ উৎসাহী হয়ে উঠি। হঠাৎ ঠিক করলাম স্ল্যাকওয়ারের ব্যবহার করব। সাথে ছোট একটি পার্টিশনে উইন্ডোজ (এক্সপি) থাকবে, দুয়েকটা কাজের জন্যে। আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালার একটি সফ্টওয়্যার লিনাক্সে কখনও দেখিনি। সেই ১৯৯১ সাল থেকে ফন্টোগ্রাফারের ব্যবহার। ফন্টফর্জে অবশ্যই কাজ চলবে, তবে ফন্টোগ্রাফার ছাড়তে একটু কষ্ট হচ্ছিল আর অ্যাডোবির ইলাস্ট্রেটরটা একটু প্রয়োজন ছিল। আর মোবাইলের সফ্টওয়্যার, যার অনেকটা কাজ Kmobiletools-এ চলত। তাই সেই ছোট করে উইন্ডোজ, ১০ গিগাবাইটে। পরে আরেকটি হার্ডডিস্ক ড্রাইভ, এবং সেটিও ৪০ গিগাবাইটের, কিনে পুরনো ফাইলের সব ব্যাকআপ নিলাম। প্রাইমারি মাস্টার লিনাক্সের ভাষায় যা hda (আইডিই ড্রাইভ হবার কারণে) সেখানে থাকল ডুয়াল বুট গ্রাব দিয়ে, উইন্ডোজ এক্সপি প্রফেশনাল এডিশন (অবশ্যই পুরো পয়সা দিয়ে কেনা নয়) এবং ফেডোরা ৪।

স্ল্যাকওয়্যারের সাইট থেকে সিডির ইমেজ নামিয়ে বার্ন করে একদিন হঠাৎ নেমে পড়া ততদিন পর্যন্ত আমার কাছে এক দুঃসাধ্য কাজে। তিনদিনে চারবার পার্টিশন ভাঙ্গা, সাতবার ইনস্টল করা এবং শেষ পর্যন্ত ইনস্টল-করা উইন্ডোজ খোয়ানো। তবে এখন বেশ চলছে। পুরোটাই স্ল্যাকওয়্যার। ১২.০২। hdb-তে ১৫ গিগাবাইটের একটি উইন্ডোজ পার্টিশন, কিছু সফ্টওয়্যারের ব্যাকআপ রাখার জন্য। তবে সাতবার ইনস্টল এবং পুরো পার্টিশন ভাঙ্গার কারণ প্রতিবার ইনস্টল করার পর কোনও দুর্বোধ্য কারণে স্ল্যাকওয়্যার হার্ডড্রাইভ থেকে বুট করছিল না। কারণ কোনভাবেই এমবিআর বা সুপারব্লকে লিলো রাখা যাচ্ছিল না। প্রতিবারই সিডি দিয়ে বুট করে চালানোর পর আবার কোনওবারই উইন্ডো চালানো যাচ্ছিল না। এক্স-উইন্ডো না চলবার কারণ বোধ করি স্ল্যাকওয়্যারের এজিপি না চিনতে পারা। কারণ xorgsetup চালিয়ে গ্রাফিক্স কার্ড চিনিয়ে দিতেই এক্স-উইন্ডোতে অবাধ বিচরণ। কিন্তু তখনও পর্যন্ত লিলোর সমাধান হয় নি। এমবিআর বা সুপারব্লকে লিলো কেন রাখা যাচ্ছিল না তা নিয়ে এখনও কিঞ্চিৎ অজ্ঞতা রয়েই গেছে। তবে একটা জিনিস মোটামুটি বুঝতে পারা যাচ্ছিল যে লিলো কোনও কারণে গ্রাফিক্সকার্ড পাচ্ছিল না। তাই শুরু হল লিলো সম্মার্জন। দেখতে হল ঠিক নিচের মত:

lba32 % ১০২৪শের পরের সাইকেলের জন্য
boot = /dev/hda
prompt
timeout = 300
change-rules
reset
vga = normal
image = /boot/vmlinuz
root = /dev/hda1
label = Slackware
read-only

/etc/lilo.conf-এর সম্মার্জন শেষে /sbin/lilo -v চালানো পর দেখি স্ল্যাকওয়্যার নিজেনিজেই হার্ডড্রাইভ থেকে বুট করছে।

No comments:

Post a Comment